banglanewspaper

ভারতে রাজধানী দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায় বাধিয়ে মুসলমানদের হত্যার ঘটনায় দেশটির সরকারের নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সহিংসতায় এ পর্যন্ত ৩০ জনের বেশি মানুষের মৃত্যুর পর এ নিন্দা জানালেন এরদোগান। হিন্দুরা দাঙ্গা বাধিয়ে মুসলিমদের গণহত্যায় মেতেছে বলেও মন্তব্য সিরিয়ায় বিদ্রোহীদের পক্ষ নিয়ে লড়াই করা এরদোগানের।

বৃহস্পতিবার ভারতের সমালোচনা করে দ্রুত এই গণহত্যা বন্ধের আহ্বান জানান তিনি। তুরস্কের সংবাদপত্র আনাদুলু প্রেস এ তথ্য জানায়।

নাগকিত্ব সংশোধনী আইনের (সিএএ) বিপক্ষের লোকজনের সঙ্গে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবকের কর্মী-সমর্থকদের সংঘাত সাম্প্রদায়িক দাঙ্গায় রুপ নেয়। গত রবিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে মুসলিমবিদ্বেষী কট্টরপন্থী হিন্দুরা বেছে বেছে নয়াদিল্লির বেশ কিছু এলাকায় মুসলিমদের বাড়ি-ঘর, দোকানপাট ও মসজিদে হামলা এবং অগ্নিসংযোগ করে।

এই হামলার তীব্র সমালোচনার করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ভারত বর্তমানে এমন একটি দেশে পরিণত হয়েছে, যেখানে ব্যাপক আকারে গণহত্যা চলছে। কোন গণহত্যা? মুসলিম গণহত্যা। কারা করছে? হিন্দুরা।

ট্যাগ: bdnewshour