banglanewspaper

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী শুক্রবার। বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি চলছে।

শহীদ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রহন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে পবিত্র কোরআনখানী, নূর মোহাম্মদ (মহিষখোলা) নগরে ১০টায় র‌্যালি, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১০টায় গার্ড অব অনার প্রদান, ১১টায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে তিনি ৮নং সেক্টরে সাবেক ইপিআর  ও বাঙালি সেনাদের নিয়ে গঠিত একটি কোম্পানিতে যোগদান করেন। ৭১ এর ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে এক সম্মুখযুদ্ধে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করে সঙ্গীদের প্রাণ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েন পাক হানাদারদের সঙ্গে। এই অসামান্য আত্মত্যাগের জন্য তাকে দেশের সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।

ট্যাগ: