banglanewspaper

ইনস্টাগ্রাম অ্যাপটিতে রয়েছে এক মিলিয়নেরও বেশি পর্ন ছবি। এই অ্যাপটি ফটো শেয়ারিং হিসাবেই সবার কাছে জনপ্রিয়। 

কিন্তু ইনস্ট্রাগ্রাম চমকপ্রদ তথ্য প্রকাশ করছে তাদের অ্যাপটি নিয়ে। তারা জানিয়েছে, অ্যাপটিতে বেশির ভাগ পর্নই লুকানো রয়েছে। 

বিষয়টা সামনে আসে যখন একজন টেকনোলজি ব্লগার এই 'হ্যাশ ট্যাগ' গিয়ে সিনেমা সার্চ করছিলেন। 'হ্যাশ ট্যাগ' ব্যবহার করে এই আন-সেনসার্ড পর্ন আপলোড করে। তাই তাঁদের ধরা যায় না। আরবি ভাষায় এই 'হ্যাশ ট্যাগের' মানে হল মুভি বা সিনেমা। তখনই দেখা যায় সেখানে এক মিলিয়নেরও বেশি পর্ন ভিডিও আপলোড করা রয়েছে।

ট্যাগ: